আমি চাই তুমি আসো আমার পাতায়
ভালবেসে লিখে যাও কবিতা খাতায়,
থেকো তুমি দূরে দূরে কষ্ট নাই মনে
এতটুকু ঠাই দিও হৃদয়ের কোনে।
হয়তো তোমার জন্য শুরু পথ চলা
কত কি বলবো ভাবি হয়নি তো বলা,
আশা নিরাশায় বুঝি চেয়ে থাকি ক্ষণ
মনের ঘরে তোমায় শুধু প্রয়োজন।


ভালবাসি বলবো কি পাই শুধু ভয়
একাকী থাকো যখন বলা নাহি হয়,
এমনি চলছে দিন কি কিরব বলো
কখন বলবে ভাবি পাশাপাশি চলো।
অপেক্ষা পালা বদলে সেই ক্ষণ কবে?
ভালবেসে কাছে এসে হাতটি ধরবে ?


(রবীন্দ্রনাথ ঠাকুরের সনেট অনুসারে)