তুমার লগে তহন সবে মাত্র পিরিতির শুরু!
তোমারে মধ্যে মধ্যেই জিগাইতাম,
তুমি আমারে ছাইড়া যাইবা নাতো?
আমি তুমারে হারাই ফেলুম নাতো?
তুমারে হারাই ফেলানির ডরে-
আমি তোমারে নজরে নজরে রাখতাম।
তুমি যেদিক দিয়া হাইট্টা যাইতা,
তোমার চোক্ষের আড়ালে-আমিও ঐদিক দিয়াই হাঁটতাম।
তুমারে খুশি করুনের লেইগা,নিজেরে গুছানি শিখছি!
আউলা ঝাউলা বাউলা মাথাডায় দেই কাহনের আঁচড়,
হপ্তাহ খানেক ধইরা একটা শার্ট পিন্তে পিন্তে কলারে দিকে
ময়লার কালা আস্তরণ খুঁইজা পাইলেই-
শইল্লে মাখনের সাবান দিয়া হেইডা ধুই।।
ব্যালেন্স শেষ হওনের আগেই ট্যাকা লোড দেই মোবাইলে,
নিজের ছুডু ঘর ডারে পরিপাটি কইরা রাহি!
শুধু তুমারে খুশি করুনের লেইজ্ঞা,সারা রাইত আসমানের তারা
আর আইন্ধারের জোনাক পোকা গুনছি!
শীতের দিনে তুমারে রাইতে কল দিলে ডরাইতাম!
খুক খুক কাশির শব্দ যদি তুমি হুইনা ফালাও,
হেই ডরে গলায় চাপ দিয়া ধইরা তোমার লগে কথা কইছি।
এইসব পাগলামির প্রশ্রয় কইলাম তুমিই দিছিলা!
তবুও আমি ডরাইতাম!আমার কইলজা ডা কাঁপি উঠতো।
যদি তোমারে হারাই ফালাই? যদি তুমিই ছাইড়া যাও।
রাইতের বেলা আসমানের দিক চাইয়া ভাবতাম,
যার জইন্যে সব হারাইতে রাজি আছি-
তারেই যদি হারাইয়া ফালাই তয় নিজের বইলা কিইবা থাকলো??
আমার ডর আছিলো তুমারে ভালোবাসি বইলা,
আমার ডর আছিলো আমারে ছাইড়া যাইবা চইলা!
উপর ওয়ালা কি লীলা খেলা করে বুঝুন যায়??
যেই তোমারে হারানির ডরে রাইতে ঘুমাইতাম না,
যেই তুমার লাগি জীবন ডাই দিয়া দিতে পারতাম।
সেই তুমিই ডাই!হ!সেই তুমিই!
আমার ডর ডারে এওয়ার্ড দিলা,
কইলা ভালোবাসায় অতো সন্দেহ থাকুন লাগে না।
অথচ আমি তুমারে হারানির ডরে আঁকড়ায় রাখবার চাইছি।
তুমার পাও দুইডা ধইরা আজন্ম পিরিত বান্ধিতে চাইছি!
তুমি আমার প্রেম ডারে শিকল মনে করলা,
তুমি আমার ভেতর ডা না দেইখাই আমারে ছুইড়া ফালাইলা,
কি সুন্দর কইরা আমারে অবহেলায় বুঝায় দিলা,
ভালোবাসায় অতো ডরের কিছু নাই!
যে নিজে থেইকা চইলা যায়-তারে হারানো কয়না!
তুমি বুঝাইলা! বিচ্ছেদের থেইকাও ডর ভয়ংকর,
আমারে তুমিই শিখাইলা!পিরিতি মিছা খেলাঘর!!!
এহন আমি বুঝি গো!আমার আমি বাদে বেবাকই পর...