আমি চোখের জলে শুদ্ধ হবো বলে
তোমার দেয়া দুঃখ নিলাম মেনে,
তুমিও খুব যত্ন করে হানলে আঘাত
যন্ত্রণা গুলো সইতে পারি জেনে।।


ঠিক দম ফুরানোর মতন করে যেন
সমাপ্তিতে নাম লেখালো প্রণয়,
প্রশ্ন তুলছিনা আর নতুন প্রেমে তাই
নিচ্ছি ভেবে প্রেম বুঝি এমনি হয়।


ভুল কে করেছে,হলো কার বেশি ক্ষতি
ইচ্ছে করেই ছাড়লো কে কার হাত?
কার আয়োজনে কি প্রয়োজনে থাকি চুপ
ভালোবেসে স্বপ্নেরা হলো বরবাদ।


আমি আগুণ ছাড়াই যাচ্ছি পুড়ে অবিরাম
তুমি জেনে বাড়ালে ব্যথার তীব্রতা,
নিরবে নিয়েছি মেনে তবুও বিষাদের দাম
তোমার মতন রাখেনি দেয়া কথা ।