অন্ধকারে একটা জীবন হারিয়ে গেলো,
স্বপ্ন ভুলে সাহস নিয়ে পুড়তে পুড়তে
সেই অন্ধকারে আমরা ও কি হারাই নি,
অপমান আর মৃত্যু হয়ে দাঁড়ায় নি?
কেন আজও এমন হয় জীবন আর যাপনে রঙের বিভেদ
কত কিছুই তো বদলে যায় প্রতিদিন,
কিন্তু আজও কেন মানুষে মানুষে এত প্রভেদ?
স্বপ্ন দেখার অভ্যেস বদলে ফেলি,
যখন তখন নিজের সাথে খেলি,
লুকোচুরির মত কোন একটা খেলা
আমার মতে দুঃখও চারিধারে
মাঝে মাঝে অযথায় ভিড় করে
মুহূর্ত তাই ভুলে যাবার পালা।
ক্ষতি নেই আজ চলে গেলে অথবা ফিরে এলে,
ততটা চেনেনি সঠিক ভাবে যতটা চিনেছি ভুলে।