আমার আর কান্না আসেনা!
শিশুর অনাহারী মুখ আমাকে ভাবায় না।
আসলে আমি থেমে গেছি! নাহ!
আমাকে থামিয়ে দেওয়া হয়েছে।
যিনি থামিয়ে দিয়েছেন আমার পথ চলা,
তার প্রতি কোন আক্ষেপ নেই,অভিযোগ নেই।
আমি নিশ্চিত ভাবেই নিশ্চিত জানি,
তুমুল বেগে ছুটে যাওয়া স্রোতধারা বেশি দিন,
বাধা দিয়ে রাখা যায় না।
তবুও কষ্ট হয়!
এই কিছু দিন,কিছু মুহূর্ত জীবন থেকে হারিয়ে ফেলার।
সময়ের অপচয় ভেবে নিজেকে স্বান্তনা দেই না আর।
নিজের ভিতরেই হাঁটি,
জগতের মানুষ দেখি,দেখি মাটি।
কত সহজ সমাধান থাকা সত্ত্বেও জীবন করে জটিল,
ভাবি ভালোবাসা কত তুচ্ছ মূল্যহীন।
তবুও আশায় বাঁধি সুর,ভরসায় ভরি বুক,
একদিন জ্বল জ্বল করে জ্বলবে প্রাণের হাসিমুখ।
আমার আর কান্না আসে না আর্তনাদে
আমি অপেক্ষায় থাকিনা দুমুঠো অন্নের,
এখনো অন্যায়ের চোখে রাখি চোখ
বারুদের মতো জ্বলে দাহ করি শোকের।
আমি তাদের কথা বলি,আজ গাই তাদের জয়গান,
প্রস্তুত যারা হেরে যেতে যেতে বাঁচিয়ে রাখতে প্রাণ।