ভীষণ রকম মন খারাপে
আর ডাকিনা তাকে,
রক্তে কনায় বসত করেও
অনেক দূরে যে থাকে।


কান্না গুলো আকাশ ছুঁয়ে
বৃষ্টি হয়ে পড়ছে ঝরে,
যেই পাখিটা উড়ে গেছে
রাখি ক্যামনে তারে ধরে?


যার হাসিতে বেঁচে থাকা
সুখ রয়েছে অম্লান,
এক জীবনের সুখের স্মৃতি
সেই করেছে দান।


কেমন করে মনকে বোঝাই
ভালোবাসা মিথ্যে নয়,
লোকের কথায় কি আসে যায়
নিলে মেনে পরাজয়?


আমি তার কেউ ছিলাম না
ভাবতে ভাবতেই শুরু,
বুক পাঁজরের দুঃখ জন্মে
বিরহ কবিতার গুরু।


যতন করে শিখিয়ে দিয়ে
প্রেমের আসল মানে,
ঘুমোক সে সুখের ধারায়
যেখানেই মন টানে।


প্রেম বাঁচে এক ধরনীর
অট্টহাসির উপহাসে,
চোখের পরে চোখ রেখে
কাকে ভালো বাসে?


প্রশ্ন গুলো অবান্তর আজ
নেই প্রয়োজন যুক্তি,
ভালোবেসে হাসিমুখেই তো
দিয়েছি তারে মুক্তি।


জোড় করে আর যাকি রাখা
বুকের শেঁকলে বাঁধি?
ভালোবাসা উড়তে দিয়ে তাই
একলা আমি কাঁদি।


রিক্ত আমি শূন্য হাতে
যাচ্ছি পেছন ফিরে,
যন্ত্রণারা ঠায় পেয়েছে
আমার নিজের ঘরে।


যার বুকে তে রাখলে মাথা
স্বর্গ আসতো নেমে,
তার তরেতেই জীবন চলা
আজ গিয়েছে থেমে।


জীবন মানেই হেরে যাওয়া
হয়তো আমার কাছে,
হোক ভালো আজন্ম তার
চাওয়া টা তাই আছে।


কাব্য কবিতায় নিলাম টেনে
জীবনের হোক ইতি,
তোমার ঘরে সুখেরর আলো
কাটুক আঁধার রাতি।


প্রাণ ভরে বাঁচো তুমি
স্বপ্ন সাজাও হাজার,
যমদূতেও দেয়না ছাড়
ঘর চেনেনা রাজার।


আমি তো এক তুচ্ছ মানব
বাঁচতেই বড্ড ভয়,
যমের সাথে করছি সন্ধি
বেশি কিছু নয়