আমার মৃত্যুর পর কবরের উপর,
ছিটিয়ে দিও না মাসকালাইয়ের বীজ,
তার চেয়ে বরং ছুঁড়ে দিও দুই এক থালা গরম ভাত।
তুচ্ছের মতো দিও কিছু শিশুর নতুন শীতের কাপড়,
ছিঁড়ে টুকরো টুকরো করে দিও
প্রাথমিক আর মাধ্যমিকের পাঠ্য বই।
মৃত্যুর পর,
এর চাইতে বেশি কিছু চাওয়ার নেই নিজের জন্য,
তবুও হে অমানবিক মানুষ আমার জন্যে,
কিছু ব্যাথার ঔষধ পুঁতে দিও মাথার পাশটায় ।
মোমবাতির আলো জ্বেলে শোক সভার আয়োজন চাইনা আমি,
আমায় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস প্রসব করার আগে,
পারলে একবার আমার কবরের মাটির উপর ,
তোমাদের ছুঁড়ে যাওয়া মৌলিক চাহিদা গুলোর খোঁজ নিয়ে যেও,
তারপর ফেসবুকের ওয়াল জুড়ে লিখো আমাকে নিয়ে তোমাদের ব্যার্থতার ইতিহাস।
লিখে দিও,
অন্ন বস্ত্র শিক্ষারা আমার মৃত্যুর পর আজকাল কেমন আছে?
আমাকে ভালোবাসতে,
কিংবা আমার না থাকায় তোমার শহর জুড়ে শূন্যতা,
এসব গাঁজাখুরি কথা গুলো পুঁতে দিও ঔষধের বক্সের ভেতর ।
তারপর আমাকে নিয়ে লিখতে বসো,
লিখো আমার কান্না,
আমার অভিমান,আমার শিশুর বলতে না পারা শোক,
লিখো আমার বাঁচতে চাওয়ার আর্তনাদ ।
যদি পারো আমার হয়ে লিখে দিও,
রাষ্ট্র তোমায় আমি ঘৃণা করি,
লিখে দিও পৃথিবী তোমায় আমি ঘৃণা করি ভীষণ ।