কত গুলো দেয়া কথা না রাখলে,
কথা রাও মূল্য হারায়?
সেই প্রশ্নের উত্তর তোমার অজানা।
তুমি তো জানো না,
হাজার কথার সমাপ্তি জুড়ে,
কথা  না রাখার দল ভারী বেশি।
কথায় কথা দেওয়া আর সহজেই বলা কথাও,
দিন শেষে ফেরে গিয়ে কাফনে মুড়িয়ে শ্বশানে।
তুমি তো জানো কেবল,
কথা না রাখার ছল,
তুমি তো চেনো না  
চোখের নোনা জল।
তুমি তো কথার মিছিলে পা মিলিয়ে এগিয়ে যাও,
তেপান্তর ছাড়িয়ে দূরে বহুদূরে,
আমি কেবল দু একটা ,ছোট্ট কথা না রাখার অপরাধে,
নিজের ভেতরেই যাই মরে।
তোমার কাছে মন ভেঙ্গে দেওয়া সহজ
যতটা সহজে উড়ে যায় মেঘের তুলো,
আমি তো বিষাদ আঁকড়ে বেঁচে থাকি
শুধরে নেই জীবনের ক্লান্ত ভুল  গুলো ।
কথার কথা কিংবা ব্যথার কথা
আর্তনাদে চিৎকার কান্নায় তবু
কত কথা গোপনে আগলে রাখি,
তোমার কাছে কথা মানেই খেলা
ফুড়িয়ে গেলে মিথ্যে কথার ঝুড়ি
খুব যতনে কথায় কথায় যাচ্ছো দিয়ে ফাঁকি।