নিদ্রা হীনতায় শব্দ নিয়েই
বেঁচে থাকে যারা,
বাইরে তাদের অঝোর শ্রাবন
বুকের ভেতর খরা।।


হাসি মুখে সব দুঃখ গুলো
করছে যারা বরণ,
দিনের শেষে পায়না খুঁজে
দুঃখ পাবার কারণ।।


কান্না গুলো লুকিয়ে রেখে
অভিনয়ে যে বাঁচে,
কেউ জানেনা পুড়ছে হৃদয়
তপ্ত অগ্নির আঁচে।


চাঁদের আলোয় ভীষন কালোয়
মেঘ মিছিলে দাঁড়ায়,
তবুও বৃষ্টি এলেই দুঃখ পেলেই
নিজের ভেতর হারায়।।


কেমন করে কিসের তরে
বিলিয়ে দিয়ে সত্ত্বা,
শখ আহ্লাদ বিকিয়ে পরে
মেনে নেয় হত্যা?


কেউ রাখেনা খবর তাদের
একা পথ চলে,
আপন করে চাইলে তবেই
স্বার্থপর বলে।


তাই তো তারা ছন্ন ছাড়া
কল্পনা বিলাসী মন,
হাসতে হাসতে কাঁদতে পারে
দেয় জীবন বিসর্জন।।


মুখোশ মানুষ বলতে তুমিও
করছো নাতো দ্বিধা,
সত্যি বলছি দুঃখ লুকানো
জটিল একটা ধাঁ ধাঁ।


এমন কোন প্রাণের সন্ধ্যান
যদি তুমি পাও,
কয়লা ফেলে তখন ঠিক
হীরে চিনে নাও।।


সত্য পথে চলতে যারা
ভয় করে না ভয়,
এই জগতে সত্যি বলতে
মানুষ তারেই কয়।


নিজের সুখ বিলিয়ে দিয়ে
দুঃখ কুড়িয়ে নেয়,
এমন মানুষ পাবার ভাগ্য
বিধাতা নিজেই দেয়।


ঝড়ো হাওয়ার মতো আসে
রুখে দিয়ে অন্যায়,
এমন মানুষ চাইলে হতে
পাপ ভাসাও বন্যায়।


শুদ্ধ হও আগুন জ্বালাও
ঠিক রাখো চরিত্র,
সকল ধর্ম থাকুক শ্রদ্ধায়
মন করো পবিত্র ।