অনেক খানি বদলে গেছি
সুখ খুঁজি না আর,
দিন বদলের পরিহাসে
বদল হয় না কার?


যায় না সময় ধরে রাখা
কোন বাঁধনের টানে,
আজযে সুখ তোমার কাছে
কাল অন্য কোন খানে।


যার ব্যাথা সেই বুঝে
কি মানে যন্ত্রণার,
দিনের শেষে রাতের বেশে
শূন্য ভুবন আমার।


সুখ পাখিটা দিলো উড়াল
আর আসেনি ফিরে,
পাখি কে কি খাঁচায় মানায়?
আপন নীড় ছেড়ে?


হারিয়ে যাবার ইচ্ছে গুলো
নিজের মতন একা,
বুক পাঁজরে শোকের চাষ
যতনে কান্না রাখা।


ভালোবাসার আরেক নাম
জেনো কালো অন্ধকার,
তোমার কাছে মিথ্যে প্রণয়
আর আবেগি সংসার।


আমি না হয় কষ্টে আছি
সুখ করে এলোমেলো,
তুমি বন্ধু নিজের চাওয়ায়
থেকো ভীষণ ভালো ।