এখনো শরীরের আনাচে কানাচে
ধরেনি পঁচন,
নিঃশ্বাস যায়নি আমাকে
এখনো তো ছেড়ে,
এখনো শুনি আযানের ধ্বনি,
কানে ভেসে আসে নদীর কলতান,
ঘুম থেকে জেগে উঠি চমকে গিয়ে,
তার প্রিয় বেলী
এখনো আমার বারান্দায় উঠছে বেড়ে,
তবুও আজ,
থমকে থাকি বিছানার কার্ণিশে,
কুর্ণিশ করে প্রেম!
তবুও মাছি আর মানুষের কাছে
আমি আজ মৃত,
মৃতদের কাছে মানুষ নাহি ফেরে,
আর মাছি? সেতো থাকে মৃতের দেহ ঘিরে।।