কান্না গুলো জাপটে ধরে
নিদ্রা গুলোর পা'য়,
ক্লান্ত দুচোখ বিষন্নতায়
মরে যেতে চায়।


ব্যস্ত সবাই নিজের কাজে
ছুটিতে অবসর,
নিজের দোসর নিজেই হয়ে
ভাঙ্গি নিজের ঘর।


ঘরির কাটা চলতে থাকে
নিশ্চিত অবিরাম,
দুঃখ দিলো খুব প্রিয়জন
বলবোনাতো নাম।


বলবো কারে দুঃখ গুলো
একলা লোকের ভীরে,
সাত রাজার ধন ছিলো সে
আমার কুড়ে ঘরে।


কেউ জানেনি কেউ বোঝেনি
কিসের তরে রক্ত ক্ষরন,
হারিয়ে গেলে আমায় ফেলে
পাইনি খুঁজে কোন কারণ।


বিরহেরা পেছন ছুটছে
হলাম ক্লান্ত যাযাবর,
মৃত্যু হোক পথের সাথী
বাঁধবো তার সাথে ঘর।