প্রতিটা দেয়ালে দেয়ালে
একদিন তোমার শহরে,
ছাপিয়ে দেবো আমার
নিখোঁজ বিজ্ঞপ্তির পোষ্টারে।


শুরু হবে মানুষে মানুষে কানাকানি,
তল্লাটে শুরু হবে তালাশ,
কেউ জানবে না তোমার ঘরের সিলিং এই
ঝুলছে আমার জীবন্ত লাশ।।


কান্না তোমায় মুক্তি দেবে
হাসিরা খুঁজবে পরবাস,
আমি তখন লাশেদের দলে,
করবো নগ্ন বিভৎস উল্লাস।।


বুঝবে জ্বালা কারে যে বলে
পা মেলাবে শোকের মিছিলে
আমি তখন লাশেদের দলে,


করবো নগ্ন বিভৎস উল্লাস।।
কেউ জানবে না কেন আমি
হয়ে ছিলাম জীবন্ত লাশ।।


সত্যি বলছি করবো না স্বীকার
দেবো না তোমায় অধিকার,
আর নতুন করে ক্ষমা চাওয়ার
তুমি পুড়বে আগুনে অনুশোচনার।।