তোমার  শহরে একদিন ভুল করে,
আমি আমার অর্ধ আমিকে ফেলে এসেছিলাম।
ভুল করা ভুলে কেটে গেছে কুঁড়ি ফাগুন এরপরে,
আমার আর যাওয়ার সময় হয়নি কিংবা
আমি আর ফেরত যেতেই চাইনি তোমার শহরে।
অর্ধ আমি একাকীত্ব কে অর্ধাঙ্গী করে,
কাটিয়ে দিলাম আরো অর্ধ জীবন।
ভুল করেও ফিরে চাইনি স্মৃতির পিছুটানে,
দেইনি সাড়া অবাক করা অবচেতন মায়ার টানে...
শতাব্দী গড়িয়ে গেলো, হারালো দিন মাস সপ্তাহ,
অজান্তে বাড়লো দাপট দেখানো স্মৃতির দাহ ।
তবুও আমি আজো চুপ করেই  থাকি,
আড়ালে আবডালে নিজের খবর রাখি।
নিজেকেই নিজে প্রশ্ন করি-বরাবর বারবার,
কেমন আছো অর্ধ তুমি?যে পূর্নতায় আমার!