জানি না! এতোই মহৎ তুমি কি?
সত্যিই এতো বড়?
পথে ঘাটে ঘোরা দুষ্কৃতিদের
অনায়াসেই ক্ষমা করো?
বহু ঘাম ঝরা শিষ্টের ধন
জোড় করে যারা নেয় কেড়ে,
হিংসায় মাতে অকারণে
বহু নিরপরাধী কে মেরে ।
জন্তুর মত ওৎ পেতে থাকে
মুখোশের ফাঁদ পাতে,
মেয়ে বা মায়ের সম্মান কাড়ে
কেন পাশবিক কল্পনাতে?
বিবেক বিহীন নর পশু যারা
তাদের শাস্তি দিতে,
খুনের বদলে খুন দিয়ে
হবে কি বদলা নিতে?
সমাজের নিয়ম শৃঙ্খলা
কই শক্তের অপরাধে?
বইতে মুখ ঢাকা বিচারের
বানী এখনো নিরবে কাঁদে।
শুধাই ক্ষুব্দ হৃদয়ে তোমায় ,
তোমার এ কেমন বিচার প্রভু?
কোটি মানুষের হয়ে ভগবান
এতো অসহায় তুমি তবু??