প্রিয় প্রাক্তন প্রিয়তমা,
শরীরের কিছু ব্যক্তিগত অঙ্গের মতো
বলতে না পারা দুঃখ গুলো,
লুকিয়ে রাখো ব্যক্তিগত ভাবেই।
মুখোশ মানুষের ভীরে হারিয়ে ফেলোনা নিজস্ব
একান্ত ব্যক্তিগত অস্তিত্ব ।
কেউ তোমার দূর্বলতার সুযোগ নিয়ে,
দুঃখ গুলোই তোমার বাড়িয়ে দেবে দিগুণ,
সেই চিন্তার বায়ুরেখা এলো মেলো করে দেয়
আমার ভেতর বাহির গোছানো অবয়ব।
লোকের ভাবনায় চিন্তা ধারায় তুমি আমার প্রাক্তন!
কিন্তু তুমি তো জানো আমার আয়ুরেখার মতোই
নিশ্চিত আমার প্রেম,আমার সহস্র অনুভব ।।
তোমার দূরত্বের প্রসারিত মেঘ,
আমায় আজোও ভিজিয়ে দেয় শ্রাবণ জলে,
আজো আমার রক্ত কণিকার মৃদু সঞ্চালন
বারেবার তোমার কথাই কেবলি বলে।।
লুকিয়ে রাখো দুঃখ তোমার,লুকিয়ে রাখো সুখ,
প্রিয়তমা প্রাক্তন যতনে থাকুক তোমার হাসিমুখ।