সে আমার অতীত,
নিশ্চিত ভাবেই সে আমার অতীত!
আমার বর্তমান কিংবা আগামী দিনেও
তার ফিরে আসার সুযোগ নেই!
অতীত বলেই আমি তাকে নিয়ে ভাবি
তাকে সময় দিই অগোচরে,
আগলে রাখি,যত্ন করি,প্রকাশ্যে বুকের পাঁজরে!
তাকে ঘিরে ফেলে আসা
সে সব রঙিন দিনের আলাপন গুলো
ভুলে যেতে যেতে যত মনে করি,
মনের কোনে ঠায় নিতে চায় অনেকটা চাষাবাদে
অধিকারহীন অবয়বে আমার প্রাণ ভরি!
রাত্রি এলে বিষন্নতায় যে দুঃখ আমায় কাঁদায়,
সে আমার অতীত! সে আমার ভয়ংকর অতীত!
আমি তাকে ভুলে যাই,মনে করিনা ভুল করেও,
তবুও পালটায় ঋতু আসে গ্রীষ্ম বর্ষা শীত!!
সে আমার অতীত!
সে আমার অতীত!