যেখানে নিঃশ্বাস নিয়ে আমার থেমে যাওয়া,
সেখান থেকেই বরং তুমি পথ চলা শুরু করো।
তুমি বেঁচে থেকো মানুষের জন্যে,
বেঁচে থেকো সেই শিশুটার অরণ্যে,
যেই শিশুর কাছে,
জীবন আর ভবিষ্যৎ দুটোই অনিশ্চিত।
তুমি শিশুটিকে শিক্ষার আলোয় আলোকিত করো,
হোঁচট খেয়ে পড়ে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়,
সেই কৌশল গুলো শিখিয়ে দিও।
বুঝিয়ে দিও তাকে,
আত্মরক্ষা করতে পারাই জীবন নয়,
তাকে আত্মসম্মানে আত্মনির্ভরশীল হতে হবে!
শিখিয়ে দিও কেউ তাকে জায়গা ছেড়ে দেবে না,
কিংবা কেউ তার সুস্থ ভাবে বেঁচে থাকার দায়িত্ব নেবে না।
সবাই হা হুতাশ আর শান্তনার বানী শুনিয়ে গায়েব হয়ে যাবে,
রাত্রিরে জ্বলা আবছা আলোর জোনাকির মতো।
তুমি তাকে শিখিয়ে দিও,
যদি কোন দিন সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে,
সে যেনো অনেক শিশুর নিশ্চিত নিরাপত্তার ভার নেয়।
তাকে বলে দিও,
আমি হেরে যাওয়া ক্লান্ত পথিক হয়ে হারিয়ে যাবার থেকে,
বরং মৃত্যু কে আলিঙ্গন করেছিলাম।
তার মগজে ঢুকিয়ে দিও, ভালোবাসা হয় মানুষে মানুষে।
সেই ভালোবাসায় থাকে সম্মান শ্রদ্ধা আর প্রেম।
অন্ধকার কুসংস্কার থেকে বাহিরের আলোয় প্রাণ থাকে!
তাকে শিখিও,নিজের যন্ত্রণা আর কষ্ট গুলো,
প্রকাশ করতে হয় না!
মানুষ উপহাস করে, হাসে,
আর সেই দূর্বলতার সুযোগ নেয়।
সে যেনো থাকে
আমার না থাকা জুড়ে,
সে যেনো থাকে
সকল প্রাণে সকল সুরে।।