তোমারে আমি পাইয়াও পাইলাম না!!
আমার ঘরের ছাদ তোমারে পাইলো,
যতন কইরা রাহা সুগন্ধি ফুলের গাছ-
রান্নার যন্ত্রপাতি গুলান তুমারে পাইলো,
সইন্ধা বেলার বাত্তি তুমারে পাইলো,
কেবল আমিই তোমারে পাইয়াও পাইলাম না।।
সৌখিন জানলার পর্দা তোমারে পাইলো,
জাম আলু ভর্তা, শুকনা মরিচ ভাজা,
মাংসের পাতলা ঝোল,আলু করলা ভাজি,
এরা সবাই তোমারে পাইলো।।
আমিই তোমারে পাইয়াও পাইলাম না।।
আমার চশমা, ঘড়ি, গাড়ির চাবি,জুতা,
ময়লা কাপড়, আলমারির লকার,
মানিব্যাগের খুচরা ট্যাকা পয়সা,
সিগারেট, লাইটারডাও তোমারে পাইলো।
খালি আমিই তোমারে পাইয়াও পাইলাম না।।
এই শহর ওই শহর তোমারে পাইলো,
মমেসিং এর নদের ঢেউ তোমারে পাইলো,
রাজশাহীর পদ্মার তীর তোমারে পাইলো,
কক্সবাজারের সমুদ্র সৈকত তোমারে পাইলো,
ঢাকা শহরের যান্ত্রিক জীবন তুমারে পাইলো,
আমিই তোমারে পাইয়াও পাইলাম না।।
আমার কফির কাপ,চিনি,তরকারির লবন,
কলিং বেলের শব্দ সব্বাই তোমারে পাইলো।।
আমিই তোমারে পাইয়াও পাইলাম নাগো!!
তুমি আমারে ভালো বাসো,আমি তোমারে বাসি,
মৃত্যুর মতন এই সত্য টাও তোমারে পাইলো,
আমার ঝলমলে সংসার তুমারে পাইলো,
আমার সন্তান তোমারে পাইলো,
আমিই তোমারে পাইয়াও পাইলাম না।।
সংসার সংসার করতে করতে অর্ধেক জীবন
তোমারে অনায়াসেই পাইয়া ফালাইলো,
আমিও সংসার পাইলাম, কিন্তু! তোমারে?
হ! তোমারেই পাইয়াও পাইলাম না।।
সংসারের চক্ষু ফাঁকি দিয়া,
আমি তোমার হাত ধইরা বইসা থাকবার পারিনাই,
কত বৃষ্টির দিন চইলা গেলো এক লগে ভিজি নাই,
কত পূর্ণিমায় চান্দের আলো নিইভা গেলো,
তুমারে লইয়া চাঁন দেহি নাই,
এরম আরো কত্ত কিছুর আফসোস তুমারে পাইলো,
খালি আমিই তুমারে পাইয়াও পাইলাম না।।
তুমারে আমি পাইয়াও পাইলাম না......