ভালোবাসা মানে তোমার টানে ফিরে আসা বারবার,
ভালোবাসা মানে তোমার আমার কাল্পনিক সংসার।
ভালোবাসা মানে মিথ্যে অভিমানে চোখের কোনে জল,
ভালোবাসা মানে সময় না মেনে কাছে আসার ছল।


ভালোবাসা মানে বুকের ভেতর বহমান কোন নদী,
অপেক্ষার বর্ষন অনিচ্ছাতেও রাত-বিরাত অবধি।
রোজ সকালে চাচার হোটেলের গরম ভাতের থালা,
ভালোবাসা মানে নিজে জ্বলার মিষ্টি কোন খেলা।


ভালোবাসা মানে প্রিয় শিল্পির অপ্রিয় কোন গান,
তোমার আমার দূরতম ইচ্ছে অনিচ্ছার অভিমান।
ভালোবাসা মানে গ্রীষ্ম রোদের আগুন পরা তাপ,
জানা অজানা মেনে নেওয়া ফেলে আসা সব পাপ।


ভালোবাসা মানে চশমার ফ্রেমে জমে পড়া ধুলোবালি,
ঝাপসা চোখে অদ্ভুত সুখে শূন্যতায় সব টা গোধূলি।
ভালোবাসা মানে নিষেধ না শুনে দেখা হওয়া রোজ,
তুমি আর আমি মিলে নতুন কোন নিরব পথের খোঁজ।


ভালোবাসা মানে কুড়ি লাইনের লেখা শত কবিতা,
ভালোবাসা হল্ব ভীষণ কোলাহলে হুটহাট নিরবতা।
বলা হলো কতো কিছু তবুও যেন তা খুব বেশি অল্প,
তোমার আমার ভালোবাসা শেষ না হওয়া ছোট গল্প।