একটা গল্প শোনাতে এসেছি গো তোমাকে!
চাও কি তুমি সেই গল্পটা শুনতে?


এক ছিল রাজা, আর এক ছিল রাণী;
তাদের মনের মাঝে সুখ ছিলো জানি।


হঠাৎ সুখের রাজ্যে এলো সন্দেহের ঝড়!
সেই ঝড়ে ভেঙ্গে গেল সুখের বাসর!


সীমাহীন সেই দুঃখের নেই কোনো শেষ!
রাজা-রাণী আজ তাই ভবঘুরে অবশেষ!


একদিন কৃষ্ণকৃপায় পেল এক মুনীর দেখা!
সুধালো তারে,-"কিভাবে মোচন হবে এই শোকব্যথা?"


উত্তরে কৃপা করে বলেন মুনিবর,-
"ওহে রাজা, স্থির কর মতি, হতে পরে এ শাপে বর!"


রাজা মনে মনে ভাবে,-'এ আবার কেমন বিধান!'
ঘরে ফিরে রাণীকে বলবো কি উপায়, কিবা সমাধাণ!


রাণী প্রশ্ন করে,-"হে প্রাণনাথ, সঠিক ছিলো কি আপনার আমার প্রতি সমর্পণ?
নাকি ভালোবাসা শুধু মুখে, মনে ছল, কিবা মিথ্যা অভিবাদন!"


আকুতির স্বরে বলেন রাজা,-"রাধারাণী, তুমি মোর প্রাণ, হলে কি পাগল!
তুমি বিনা আমি অচল, দুই চোখে শুধুই জল!"


গদগদভাবে রাণী বলে,-"প্রিয়তম দাও ক্ষমা, জীবনে কিছু চাইনা আর,
রেখো মোরে তোমার বাহুডোরে, দুচোখের জলে ভেসে গেল সন্দেহের সুতিকাগার!"


রাজা-রাণী দুইজনে মিলেমিশে আছে মহাসুখে!
এভাবে দুঃখের সলিল সমাধি, আনন্দের উর্মিমালার বাণ ওঠে!


উৎসর্গঃ রাধারাণীর শ্রী পাদপদ্মে! 🙏🌹🙏