এই পৃথিবীতে প্রেমের রঙ লাল।
          এ রঙ শুধু গোলাপের না,
          কাঁটা ফোঁটার রঙও তাই।
          ভালবেসে তুমি রাখো হৃদয়ে,
প্রবহমান প্রতি রক্তকণিকাতেও সেই রঙ।।


কিন্তু সেই লালে কেন মেশে বিষের নীল রঙ?
জানোনা কি সেই নীল মেশে আমারও ধমনীতে?
তোমার প্রতি স্বত্বায় লুকিয়ে রয়েছি আমি,
হৃদয় দুটি হলেও তাতে একই রক্ত বয়?


লুকিয়ে রাখবো তোমায় আমি বিষের ছোবল হতে,
ধুয়ে যাবে সেই নীলের আভা এই সময়ের স্রোতে।
আঘাত পাই, হই না তো শেষ, তার ছোবলের যন্ত্রণায়,
কালনাগিনীর শাপমুক্তি, এই আমাদের প্রার্থনায়।।


জলে বিষ, স্থলে বিষ, বিষাক্ত আবহাওয়া,
তারই মাঝে তোমার সবুজ পরশ পাওয়া।
তোমারই সাথে চলতে পথ পূর্ণ হয় মন,
কবে থেকে আমি থেকেছি চেয়ে তোমারই আমন্ত্রণ।
দুখের মাঝেও সুখ লাভ করি পেয়ে তোমারি হাসি,
বারে বারে বলি, "প্রিয় আমি তোমাকেই ভালবাসি"।।


আমার প্রাণের অঙ্গনে প্রিয় প্রেমের বাগিচায়,
কোনও কীট যেন ঢুকতে না পারে, রাখবো পাহারায়।
প্রিয়তম তুমি থাকবে সাথে থাকবো প্রিয়তমা,
দূরে থাক সেই বিষের আগার, কখনো পাবে না ক্ষমা।।