এ সুন্দরের বর্ণনা আমি কি করে লেখি
আমাদের আমিরা বাবুর কাছারি বাড়ি
দেখে যেনো মনে হয় নিসর্গের উপাস্য
কোন এক মনিষার জল ছঁবি ।  

পৃথিবীর  সমস্ত ভূগোল যখন ভরে আছে
সমর বিদ্যার বিষণ্ণ  যুদ্ধবাজির বিপন্ন শব্দ ভান্ডারে
তখন কেমন করে দেখো  
এ বাড়ির মমতাময়ী মৃত্তিকা ভরে আছে
সবুজ নরম ঘাশে  কত রকম ফলবতী বৃক্ষে