আমি যদি হয়ে যায় কোন এক রাজা
অথবা সুপ্রাচীন  হিন্দুকোষ আর্যাবর্ত থেকে
অপরাজেয় তেমুজিন
বৃষ্টি বিরল আর্কেটিক বৃক্ষহীন মরা ভুমি থেকে
ইরামের ধুলিচাপা স্বর্ণ প্রাসাদ
আরব্য রজনী অবধি
সমগ্র পৃথিবী জুড়ে যদি কোন দিন
প্রতিষ্টিত হয় আমার সাম্রাজ্য ।  
অথবা পায়রা পতেঙ্গা আমার স্বদেশি
যুদ্ধবাজ বন্দরের সবচেয়ে দ্রুতগামী যুদ্ধ জাহাজ
ছুটতে ছুটতে যদি কোন দিন
হটাৎ গিয়ে জয় করে বসে পোলাক্স পলিডিউসিস
হটাৎ গিয়ে জয় করে বসে মিনার্ভা জিউস
পৃথিবীর অর্ধেকটা স্বর্গ ।

তবে সেদিন পৃথিবীর বুক থেকে রক্তক্ষরণ বন্ধ হবে
সুর্যতপা মাটির গভীর থেকে বুক ভরা নিঃশ্বাস ছেড়ে
ওঁঁ শান্তি  ওঁ শান্তি ওঁ শান্তি বলে
হিলহিলিয়ে হেসে উঠবে জেগে উঠবে
সবুজ  বৃক্ষরাজ
নগরীর রাজ পথে পথে সংঘাত আর সংহিসতার বদলে
শিল্প আর সংগীতে  মেধা আর মনীষায়
ধ্যানে প্রেমে আর ধর্যে
প্রদিপে আর পতাকায় পুজিতো হবে
আমার দু'টি রাজমাতা
আমার দু'টি জল জননী  অরনি-অতশি ।