শৈলকুপা আমার প্রিয়তমা
কুষ্টিয়াতে আছে আমার প্রেম
মাঝখানে যত পথ যতটুকু দুরুত্ব
ও আমার মহান বৃহৎ বিরহ
নন্দ্যনন্দিত লালিমা পরানে পরমানুর বিদ্যুৎ


আমার বন্ধুরা ওরা সাংঘাতিক স্বার্থপর সবাই
সমুদ্রে নারীদেহ দোজখে থাকে
আমাকে একা রেখে একা ফেলে
চলে গেছে সবাই


আমার হিসাব সহজ মানুশের মাঝে
মানুশ দর্শন পাইনি বলে
কাল নাগ অজগর আজ আমার সহচর


অনন্ত তিমির ঘিরে অন্ধকার গিলে গিলে
নেশা করি
তাই সুর্য্যকে বেধে রেখেছি  আফিমের ডালে


যে মানুশ মুর্খ নিরক্ষর তারই পবিত্র জ্ঞান
সত্য ধর্মের তেজ হৃদয়ে করেছি ধারণ  


আমার কপালে জ্বলে সাত চোখ ; সপ্তর্ষি  সাতটি তারা
তার আলোয় পথ চলি ... ...   ভুতের ভয়ে  
ধীরে ধীরে পা ফেলি... ...     সেই   ভয়ে  
জীবনে জীবন ভাঙে  যেনো  শাশ্বত নদীর  ভাঙন  ।