রবী ঠাকুর আমার জীবনের প্রথম প্রেম
রবী ঠাকুর আমার কবিতার প্রথম নায়ক
প্রথম মডেল
লাল সবুজ পতাকা  ছাপান্ন হাজার বর্গমাইল  
জুড়ে আমার যে হৃদপিন্ড  
আমার ব্যবসার মুলধন আমার বেচে থাকার  
একমাত্র অবলম্বন,  দুবার মাধ্যমিক পরিক্ষার হলে
যাওয়ার কষ্ট তার একমাত্র কারণ স্বরচিত কবিতা
মানে আমার জীবন তার থেকে বেশি  ভালো আমি
রবী ঠাকুরকেই  বাসি  ।  
আমার সমস্ত পাওয়া   আমার সমস্ত পুর্ণতা
রবী ঠাকুরের মধ্যে       আমার সমস্ত ভালো লাগা
রবী ঠাকুরকে ঘিরেই  


এই যে কুষ্টিয়া কুঠি বাড়ি ওর পদধুলি মাখা ইষ্টিশন রোড
এই আমার কাছে ভু - স্বর্গ কাশ্মমির স্বর্গলোক
রবী ঠাকুর নাম জপতেই হৃদয়ে লাগে দোলা
জাগে শিহরণ এ যেনো নিজের হাতে লাগানো
ফুলের গাছে আসা প্রথম ফুলের প্রথম দর্শন
যার রুপ গন্ধ আমার আগে দেখেনি কেউ
মাখেনি কেউ