কোন  সুর্য্যের  সাথে  শপথ  করেছো  বন্ধু ?
কোন  সত্য  প্রতিষ্ঠায়  তুমি  যুদ্ধে  যাবে ?
কোন  সত্য  প্রতিষ্ঠায়  তুমি  মিছিলে  যাও ?  
কোন  স্বপ্ন বুনেছো  তুমি  নগর  ঢাকার  রাজপথে ?  


কোন  সঞ্জিবনী  মন্ত্র  জপে  তোমরা  আজ মৃত্যুঞ্জয় ?  
কোন  যোগীর  কোন নটের  বর  পেয়ে  
তোমরা  আজ  মৃত্যুকে করেছো  জয় ?  


লাল সুর্য্যের  পতাকা  হাতে  
কোন  স্পাতিনীদের  পায়ের  শব্দ  
আজ  বাজায়  তোমাদের  বিজয়ের ধবনি  ?  
কি  অর্থ   আছে   অ   আ  
                          ক     খ    তোমাদের   এই  
প্রনম্য  অগ্নি   লিপিতে  ?  
কোন  সত্য  ধারণ  করে  আছে  
তোমাদের  চেতনার  মহার্ঘ  খনিজ  ?