করোনা কাহিনী ও করুনা সন্ধান


কে যে বলে কী যে বলে বুঝি কী তার কিছু
আমি গরীব মুর্খ্য মানুষ, ক্যান নিয়েছিস পিছু?
ঈমান আমার পোক্ত ভীষণ সাফ সুতরায় সেরা
তবু কেন আসলি এদেশ বাঁধতে রে তোর ডেরা?
খাইনা কেঁচো, ইঁদুর, বিছা, সাফ-খোপ গিরগিটি
তবুও কেন আমায় ধরে হাসিস মিটি মিটি?
গরম বাতাস, গরম মাটি, নরম তারও বেশি
এই দেশে কি ফলবে ফসল, হে করোনা শেঠী?


শেঠের মতো দাপট তোমার জগত ভয়ে ভীত
কেউ দেখেনি, জানে না কেউ, তবু স্তম্ভিত
শীতের দেশের কুয়াশাময় ঘরে জন্ম নিয়ে
কোন বাহনে ছুটলে তুমি সে মুল্লুক পেরিয়ে!
পাশের দেশের গন্ডী ছেড়ে, ইরান-তুরিন-ফ্রান্স
ইউরোপ আমেরিকা কিংবা আরব-ভারত-কানস.
নাস্তিক দেশ ছেড়ে কেন আস্তিকদের ঘরে
তেড়ে এলে, বেড়ে গেলে, সবাই ভয়ে মরে!


হজ্ব বন্ধ, নামাজ বন্ধ, বাজার, মেট্রো মল
ঘরে থাকার ধুম পড়েছে, পুরো দেশ অচল
পাল্টে গেছে আযানের ডাক, খালি মক্কা কাবা
রোম হয়েছে মৃত্যুপুরী, ঈশ্বর আজ বোবা
নির্বাক হয়ে দেখছে শুধু মরছে বান্দা-বাঁদী
ভগবানের কী যে লীলা, কী যে অন্ত আদি!
দোয়া নামাজ, গো-মূত্র, ওয়াজ নসিহত দেখে
বিশ্বাসীদের কপাল জুড়ে চিন্তা দিলে এঁকে।


অবিশ্বাসীর আঁতুড় ঘরে জায়গা হয়নি বলে
অতিদ্রুত ঠাঁই নিয়েছ বিশ্বাসীদের কোলে?
সেই কি তোমার আসল পিতা ট্রাম্প কার্ড যার হাতে
পরিত্যাক্ত শিশুর মত ফেলেছে ফুটপাতে
তাকেই তুলে আদর করে লালন করে শেষে
পাঠিয়েছে পালক পিতা আসল পিতার বেশে
এখন তুমি যুবক এবং নাদুস নদুস বটে!
সেটাই ঘটছে এই বয়েসে, যা হবার যা ঘটে!


এটাই তোমার বিকাশকাল আর বংশ রক্ষা করা
এজন্য কি আলেকজান্ডার পায়ের তলায় ধরা?
ইতিহাসের এমন খেলা কে দেখেছে কবে?
মরছে সবাই, দেখছে চেয়ে, ব্যস্ততায় কি হবে!
আমি ভাবছি আফ্রিকা ক্যান এখনো চুপচাপ
তাহলে কী ধরেই নেব, নিগাররা নিষ্পাপ?
করোনার কি করুনা নাই বিশ্বাসীদের প্রতি?
দূর থেকে কি কলকাঠি সব নাড়ছে অরুন্ধতী!!


আরশাদ ইমাম//ঢাকা