মা দূর্গা কি এখন দুর্গেশ নন্দিনী
দূর্গতিতো তেমন নাশেন না
বর্ষা কাদা জলে মাখছে, বানে ভাসছে
মানব দুঃখে পাশে অাসেন না।


কবে যেন অাকাশ থেকে বর্ষা এসে
ভেজা শুরু ধূসর সকাল বেলা
মাস গড়িয়ে পুরো বছর চলল ছুটে
মাতো দেখেন জলের নানা খেলা।