ছিলাম কি হলাম কি আরো যে কী হবো!
কী ভেবেছি কী পেয়েছি আরো কী যে পাবো!


মাটিতে তাই পা পড়ে না
                    ভেসে ভেসে হাঁটি
ভিতরটাতে নোংরা থাকুক
                    বাহির পরিপাটি।
হাঁক ডাক আর চলন বলন
                    হম্বি তম্বি রব
ভিতরটাকে ক’জন দ্যাখে
                    বহিরঙ্গই সব।


দেখে যেন খায় ভিমরী আশে পাশের লোকে
তবেই সবাই বুঝবে ‘‘দ্যাখো, আমি কী আর যে সে!’’


মতি গতি ভীমের রতি
                    যদিও সবাই ভাবে
কাদের বুকে কত পাটা
                    সামনে বলে যাবে!
যা বলবে পিছন থেকে
                    সামনে থাকবে নুয়ে
এমন করেই চালাতে চাই
                    ডাক না ভিতর ক্ষয়ে।


মগডালেতে উঠেই যধন পড়ছি হতভাগা
আকঁড়ে আছি, থাকতেও চাই, এমন লক্ষ্য দাগা।


আরশাদ ইমাম//অশ্ব ডিম্ব প্রসব
৩০ জুন ২০১৯//রবিবার, ঢাকা।