পাতা ঝরার দিন
সকালে এসেই কড়া নাড়ে ফাল্গুন
বুকের পাল্লায় নির্দয় বজ্রাঘাত
বসন্ত পেরোনো এই সকালে
অপ্রত্যাশিত অাগুন।


অাজ কারো প্রতীক্ষা নয়,
অাজ কোন অাশায় নতুন বুক বাঁধা নয়
কেবলই সাদামাটা দিনানিপাত
কেবলই একটু একটু করে
নিজের অাস্তিনের ভিতরে প্রত্যাবর্তন।


বাতাসে পরাগের সঙ্গে রেণুর ম্ফুরণ
মাটিতে অপার্থিব অাঁকি বুকি
যদিও পায়ের তলায় কালের খড়ম
প্রতি মুহূর্তে মনে  করিয়ে দেয়
অাজ বসন্ত, জীবনের ক্লান্ত  ফাগুন।


১৩ ফেব্রুয়ারি  ১৪২৪ বঙ্গাব্দ