এখন দিন আর রাত খুব বিষন্ন
সময় প্রলম্বিত মনে হয়
মনে হয় মরুভূমির দীর্ঘ বালিয়াড়ী সাঁতরে
ক্লান্ত ভীষণ, কোন মরুদ্যানের স্বপ্নময় ঘোরে
চোখ ঝাপসে হয়ে আসছে;
এখন জীবন অনেক বেশী ঠুনকো মনে হয়
নতুন অর্থময়তা গ্রাস করেছে পরিপার্শ্ব,
যা ছিল খুব চেনা, খুব আপন-এখন
চোখ তুলে তাকালেই দেখি অচেনা আলো
ঠিকরে পড়ছে চেনা দৃষ্টিগুলো থেকে।


জীবনের প্রস্থানঘন্টা প্রতিনিয়ত শুনছি শব্দহীন
প্রতিনিয়ত মন এই বলে মন্ত্রজপ করছে
গুছিয়ে নাও বাক্স পেটরা, তল্পী-তল্পা যা আছে
দূরের নতুন পথ পাড়ি দিতে হবে, পুরনোকে
গুটিয়ে নাও, প্রস্তুত হও সমুদ্র মন্থনে;
আগামীর সকাল নাও আসতে পারে!


আরশাদ ইমাম//অন্তর্বর্তীকাল
০১-০৭-২০২০//বুধবার//ঢাকা