রাজনীতির নোংরা গায়ে মেখেছো তোমরা,
আর রয়েছে নিজের মনের খেদ,
সবকিছু আজ একসাথে মিলেমিশে নষ্ট পাতে,
তুলে নিলে মাখিয়ে নিলে ক্লেদ।


নষ্ট মন আর নষ্ট দেহ, নষ্ট চোখ আর নষ্ট বাহু,
এসব নিয়ে কতদূরে যাবে!
তোমার জন্য আসছে জবাব, দয়াময়ের নিকট থেকে
সেটার জন্য তৈরি হও তবে।


তুমি যাদের পোষাক নিয়ে অসম্মানের খড়গ ধরে
আজ ভেবেছ, খুব মেরেছো দাও,
তোমার ঘরেও আসবে মেয়ে, থাকবে তোমার চোখে চেয়ে
সেদিন দেখবো, কাদের দিকে চাও।


প্রকৃতি যে জবাব দেবে, পারবে কি বইতে কাঁধে
এমন দিন সামনে তোমার আছে,
তার জন্য প্রস্তুত হও, নিজের কাছে স্বীকার করো
ক্ষমা চাও মাতৃজাতির কাছে।


আরশাদ ইমাম//অফিস//ঢাকার জীবন ২৮