এখানে আমার জীবন শুরু
এখানে আমার উন্মেষ চেতনার
এখানে আমার অভিযাত্রা
নিজেকে কিংবা সমাজ দেখা
ভালো কী মন্দ বুঝতে শেখা
সময়ের সাথে চলতে শেখা
নষ্ট অথবা শুদ্ধ মোকাবেলার।


এখানে আমার ব্যক্তিত্বের নির্মাণ
নিজের সাথে খন্ড প্রলয়
কৃষ্নচূড়া, রৌদ্র দহন
শাহবাগ বা বেইলী রোডে
টিএসসি বা মধুর ক্যাফে
উদ্যান ও আহমদ শরীফ
যাচাই করে নিজের রাস্তা খোঁজা।


এখানে আমার গণ অভ্যুত্থান থেকে
মিছিলে মিছিলে মানুষের মুখ
ছাত্র-যুবা, কিশোর-কৃষক
ডাক্তার মিলন, শহীদের শ্লোক
ব্যবসায়ী বা সন্ত্রাস যোগ
বসুনিয়া আর জেহাদের শোক
রাজু মরে গেল, কে ক্রীড়নক বুঝা।


এখানেই শুরু সূর্যোদয়ের, বটমূল রমনা
সুরেতে, প্যালেটে, ভাঙ্গা শ্লেটে
আতার্তুক এভিনিউ অথবা বস্তি
মলিয়ের নয় স্তানিসলাভাস্কি
ডাবের পানি বা রাম হুইস্কি
ধর্ম, জিহাদী, বা তাবলীগী
এঘরে ওঘরে সর্বত্র ঘুরে, নিজেকে রচনা।


এখানে আমার সংগ্রাম প্রতিদিন
লেখাপড়া আর টিউটোরিয়াল
ক্লাশে ক্লাশে কাটে চঞ্চল মন
কবিতা কিংবা দেয়াল লিখন
কলা ভবন লেকচার থিয়েটার
হাকিম তলায় সময় ক্ষেপন
এমন সময় আর কখনো জীবনে পাবোনা।


এস, এম, আরশাদ ইমাম//০১-০৭-২০১৫;বুধবার; ১৭ আষাঢ় ১৪২২/ঢাকার জীবন


[আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। শুভ হোক জন্মদিন, প্রিয় বিদ্যায়তন। আমার জীবন শিক্ষালয়, প্রকৃত পাঠাগার,শ্রেয়তর]