আষাঢ় আকাশে সিঁধেল বাতাশে
চুরি করে নেয় আমার এ মন
সোঁদাল গন্ধ মধুর মাদকতায়
আমি জেগে রই সারা রাত ভর
জানি না কখন আসবে যে ভোর
বিহ্বল মনের জোর পাহারায়।


আমার ভিতরে আষাঢ়ে প্লাবনে
কে গড়ে বসত বর্ষা বাহনে
এমন যে তার খবর জানেনা
ডুবতে বসেছি শ্রাবণ ধারায়
কী আছে লুকানো আর কি হারায়
মনের বাঁধন তো সে মানেনা।


ভিজেছে যখন পাগল ঋতুতে
ভেবে কী হবে কী লাভ তাতে
আলগা মন হয়েছে বাঁধনহারা
আকন্ঠ ডুবেছি সপ্রাণ কেঁদেছি
হারানো নিজেকে ফেরাতে চেয়েছি
পেরেছি কি জন্ম সর্বহারা!


আবার আষাঢ় আবার শ্রাবণ
নিজের ভিতরে নিজ সমর্পণ
আবার হারাতে দেবনা তাকে
আমাকে যতটা কাঁদালে ততটা
জাননা সুপ্রিয় ডোবাবে তোমাকে
বর্ষার এ অমর ঘূর্ণিপাকে।।


এস, এম, আরশাদ ইমাম//০২ জুলাই ২০১৫; বৃহস্পতিবার; ১৮ আষাঢ় ১৪২২//ঢাকার জীবন