কিসের সুখে মরছো ধুঁকে বিদেশ বিভূঁই?
এদেশে কি খাল পুকুরে বাড়ে না রুই?
এদেশ কি আজ শস্য হারা উষর মরু?
এদেশে কি ভরে আছে ছাগল গরু?


যে দেশ তোমার পায়ের স্পর্শে আনন্দ পায়,
তোমার হাতের ছোঁয়া পেলে ভোমরা গায়।
যে নদী-জল, ফুল ও ফসল, তোমার জন্য
সে দেশ ছেড়ে দূরে গিয়ে খোঁজ অন্ন?


বিদেশ তোমায় দেবে যত, নেবে অতি
ছাড় দেবেনা এক রত্তি, শোষণ রীতি,
পাওনা দেনা সব দেবে না, শ্রমের মূল্য
তবু খোঁজো দিনে রাতে বিদেশ মূলো!


কোন সে সুখের সখেদ আশায় স্বজন বিনে
কাটছে জীবন দিবস বছর প্রহর গুণে?
ফিরবে যখন দেখবে সমাজ তোমায় ছাড়া
নতুন সময় বদলে যাচ্ছে পুরান ধারা।


আমরা জানি পেশল শরীর কষ্ট মেনে
তোমরা আনো দেশের জন্য স্বপ্ন কিনে,
তোমার জন্য লোহিত সালাম জানাই রোজই
তোমার জন্য ভরছে অর্থনীতির সাঁজি।


তবুও বলি হিসেব মেলে? খেরো খাতা?
প্রাপ্তি কেমন? সোনায় মোড়া, না শূন্যতা?
লোভের পথে উঠছ কেন ভ্রান্ত রথে?
যাবেই যদি যাওনারে ভাই সঠিক পথে।


**********************


যাদের শিক্ষা, দক্ষতা বা মেধাতে আজ
স্বদেশ নয়, বিদেশ-বিজাত মেটাচ্ছে কাজ
ব্যস্ত তুমি নিজের জন্য দূর প্রবাসে
তোমার মধুর সাহচর্য্য হাওয়ায় ভাসে।


কী পেয়েছ কিসের জন্য প্রবাস যাপন
নিউজীল্যান্ড বা কানাডাতে মন সমর্পণ
অষ্ট্রেলিয়া, লন্ডন বা মাল্লেছিয়া
বাংলাদেশের মাটির চেয়ে মন রসিয়া?


একে একে দেখবে সবাই গেছে চলে
বিদেশে নয়, এই পৃথিবী শুন্য ফেলে,
তোমাকে তাই শিক্ষা শেষে ফিরে এসে
স্বদেশের হাল ধরতে হবে চালক বেশে।


দেশ যাবে কী অপোগন্ডের পায়ের তলে
নাকি তাকে ত্যাগ করেছ অবহেলে?
আগাছাতে উঠছে ভরে শ্যামল মাটি,
তোমার জন্য বিছায়েছি শীতল পাটি।


রক্তে কেনা সোনার বাংলা দুর্বিপাকে
বিপদ কালে তোমার দিকেই চেয়ে থাকে,
বাংলা মায়ের বুকের উপর শ্যেন দৃষ্টি
সরিয়ে দিয়ে ছড়াও তুমি আশার বৃষ্টি।


এদেশ এখন মাথা তুলে দাঁড়াতে চায়
তবুও কিছু ভ্রান্ত চিন্তা সামনে দাঁড়ায়,
ছড়ায় কাঁটা চলার পথে রাশি রাশি
তাদের মোকাবেলায় তোলো তোমার অসি।


সরিয়ে দাও আকাশ থেকে কালো ছায়া
মৌলবাদ বা জঙ্গীবাদ বা ব্যাঙ্ক লুটেরা,
এদের থেকে বাঁচতে হলে তোমাকে চাই
তোমার বিদ্যা, শিক্ষা ছাড়া পাথেয় নাই।


তোমাকে তাই নামতে হবে দেশের মাঠে
কাটিয়ে ওঠো চিন্তার জট মন বিভ্রাটে,
সঠিক সবল চিন্তার বল, শুদ্ধ বিভাব
জাতীয় মনন দরকার আজ, ত্রিবিধ প্রভাব।


সবুজ স্বদেশ নিজের মতো গড়তে হবে
স্বপ্ন গুলো সবার সাথে মানিয়ে নেবে,
তোমার ইচ্ছে, স্বপ্ন হবে সর্বজনীন
তোমার বক্ষ দেশের সাথে মিলবে যেদিন।


এদেশ তোমায় অনেক দেবে দিতেও চায়
পায়ের নিচের মাটি ও যে মঙ্গল গায়,
যা চাও পাবে, হে জ্ঞানীগণ, অভ্রভেদী
মেটাও না দায়, দেশের নিকট, হে সংবেদী!


এস, এম, আরশাদ ইমাম//০৩ জুলাই ২০১৫; শুক্রবার; ১৯ আষাঢ় ১৪২২//ঢাকার জীবন