ঠিকাদার ঠকাদার        ঠকানোই কাজ তার
করে যদি কিছু কাজ     বাপ তার জমিদার


ঠিকাদার ঠকাদার        কন্ট্রাক্ট ‘‘সাব’’ তার
ধরা যদি পড়ে, বলে     মামা হে মিনিষ্টার


ঠিকাদার ঠকাদার        ঘুষ দিয়ে কাজ পায়
অভ্যাস যদি হয়          অফিসার ঘুষ খায়


ঠিকাদার ঠকাদার         নির্দোষ অফিসার
তার সোজা উত্তর         পরিবার অনাহার


ঠিকাদার ঠকাদার         সাত খুন মাফ তার
পদে পদে কড়ি ঢালে     মহসীনী কারবার


ঠিকাদার ঠকাদার         ট্যাক্স দিতে জেরবার
দুই টাকা ভিখ দিয়ে      ভাবে মহা সর্দার


ঠিকাদার ঠকাদার         ঠকানোয় দুর্বার
চাঁদা দিয়ে চাঁদি কেনে    ভাবে সে-ই সরকার


ঠিকাদার ঠকাদার         ঠোকাঠুকি রোজকার
এর বুকে ও-ই মারে      বেশি জোর গায়ে যার


ঠিকাদার ঠকাদার          দূরে রাখা বড় ভার
গায়ে পড়ে পায়ে পড়ে     করে কাজ উদ্ধার


ঠিকাদার ঠকাদার          ঠকানোর কারবার
ঝোপ বুঝে পাঁকে ফেলে   পার হলে দরকার


ঠিকাদার ঠকাদার          ঠকানোই পেশা তার
নিজ মান বেঁচে রাখো      নির্গুণ অফিসার।।


এস, এম, আরশাদ ইমাম// ০৫ জুলাই; রবিবার; ২১ আষাঢ় ১৪২২//ঢাকার জীবন