১. সমীকরণ


জীবনের সমীকরণগুলো অতো কঠিন নয়
যতটা ভাবে মানুষ
কঠিন হলো সমীকরণ মেলানো অথবা
সমীকরণ সম্পাদনায়
নিরাবেগ-নিরাসক্ত হওয়া।


২. স্বপ্নচূরতা-১


সুতোয় বাঁধা স্বপ্ন
একটু টানেই ছিঁড়ে যাবে
ঝুল বাতাসে দোল,
মনের কোণে বিলাস
ভাল বাসা আর ভালোবাসা
স্বপ্নে গন্ডগোল।


ভুল সময়ের ভুল
মানুষ ভুল স্বপ্ন ভুল
ঘষা মাজা করে
শুধরে নেবার পালা
ভুলগুলোকেও সাজিয়ে নেয়া
অবাক কোন ভোরে।


৩. স্বপ্নচূরতা-২


স্বপ্ন উড়াই শূন্যে
ইচ্ছেমত ইচ্ছে যত
এমন সময় ছিল
সময় গেছে চলে,
স্বপ্ন কবে দুঃস্বপ্ন হয়
সময় গেছে ভুলে।


নতুন পাতা জাগে
আশা গুলো সবুজ হয়
নতুন ঋতুরাগে,
পরাগ ওড়ে হাওয়ায়
স্বপ্ন আর ভুলের মিলন
নতুন শস্য পাওয়ায়।


৪. আদিম কবিতা


পেটে খায়
পিঠে খায়
পেটে পেলে পিঠে খায়
পেট পেতে খায়
পিঠ পেতে খায়
পেটে গেলে পিঠে সায়
       জমে আছে অঢেল খাদ্য, খাবার ফুরোয় না।


পেট যায়
পিঠ যায়
মানুষ তো ফুরিয়ে যায়,
স্মৃতি হারিয়ে যায়
প্রস্থান লহমায়
বিস্মৃতি ঘিরে ধরে হায়
        পড়ে থাকে অঢেল খাদ্য, খাবার ফুরোয় না।


কী হবে শস্য দিয়ে
কী হবে শৌর্য্য দিয়ে
কী হবে ঐশ্বর্য্য দিয়ে
কী হবে না বিলিয়ে
        যদি না মানুষ থাকে, শূন্য শয্যা, জনহীন!


মাটি মাটি হবে
পরি ও পাটি হবে
ভাঁজে ভাঁজে মাটি
পলিও পতিত রবে
        এত যে থাকছে তবু, নিদারূণ, অর্থহীন!


মানুষ ছাড়া পৃথিবী
ভাবতে কী পারি?
ক্ষুধার সর্বহুলে
মানুষ নিশ্চিহ্ন হলে
         কে দেখবে এ পৃথিবী? জনমানব হীন!


এস, এম, আরশাদ ইমাম//০৬ জুলাই ২০১৫; সোমবার; ২২ আষাঢ় ১৪২২//ঢাকার জীবন