তুমি ঘুমিয়ে পড়েছো
ঘুমিয়ে পড়েছে রাস্তার কুকুরটাও
কীরকম ল্যাজটাকে ‍ঘুরিয়ে, জুবুথুবু হয়ে,
ল্যাম্পপোষ্টের চোখেও ঘুম, যেন তেল ছাড়া ঝিম ধরেছে
                             হেমন্তের এই গভীর রাতে
রাত জাগা চাঁদ-দুষ্টুমীতে পাকা।


কচি কোমল ‍কুয়াশাদল, মেঘের সাথে
পাল্লা দিয়ে হল্লা করে;
নেমে আসে
গাছের পাতায়, মাঠের ঘাসে, বাড়ির ছাদে
আর হিম হয়ে আসা সড়ক, গলি, মহল্লাময় আর
সরষে ফুলের পাপড়ি পাতা ভিজিয়ে, মাটি ও চরাচর
এবং নদীর বুকে ছড়িয়ে থাকা বিশাল অাকাশ
                          জমে থাকা ধোঁয়াশাময়।


রাত জাগা একলা হাওয়া
পিছনে টান দেয়, পিছু ডাকে, এই আমাকে
পুরনো দিনের মতো, শয্যা পেতে
                         কুয়াশাময় হিম ঝরা রাতে।


উৎসাহেতে রাত জাগি এখন
চাঁদের সাথে, হাওয়ার সাথে
মধ্যরাতে বিছানাতে
একলা জাগা পাখি;
বুকের ভিতর পংক্তি নিয়ে
সাদা কাগজে ডুব সাঁতারে
তোমার ছবি আঁকি, যদিও জানি
তুমি এখন মরে আছো-নিত্য মৃত্যুতে
পরম নেশায়, মত্ত হয়ে আদিম স্রোতে।
                         তোমার ঘুম কাতরতাতে।


এস, এম, আরশাদ ইমাম// ০৯ জুলাই; বৃহস্পতিবার; ২৫ আষাঢ় ১৪২২//ঢাকার জীবন


[মূল লেখাঃ ০৭-ডিসেম্বর ২০০৭, শুক্রবার, ১ম প্রহর, ঢাকা]


৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥
(গত রাতে ভুল বশতঃ অলোচনার পাতায় কবিতা পোষ্ট করেছি, এই কবিতাটি সেই কবিতা)
৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥


!!!!!!!!!!!!!!!!!!! নক্ষত্রের সাথে !!!!!!!!!!!!!!!!


পথভুলে এসে পড়ি নক্ষত্রের মেলায়
কত যে আলোর পসরা
কত যে রূপের মহড়া
এ মেলার পরতে পরতে সাজানো


আলো ঝরে পড়ে চুলের উপরে,
গুড়ো গুড়ো আলোর কুচি, ঝুলতে থাকে
নতুন রঙে চুলের অরণ্যে
বিমুগ্ধতায় ডুব দিয়ে দেখি
অপরূপ বিস্ময়কে।


নক্ষত্রের আলোকচ্ছটাকে পরাস্থ করে
নক্ষত্রে পাশ দিয়ে অক্লেশে হেঁটে এসে
আয়েশ করে বসি পৃথিবীর কোন
পার্কের বেঞ্চে, ছড়াই সময়ের আস্তিন;
বাদাম ওয়ালা-সিগারেটওয়ালা
এসে হাঁক দিয়ে যায়-আসে চা বা কফি
আর হালে পানিওয়ালা-কত ফেরীওয়ালা-
        এই.........পানি.......পানি........
আমি নুব্জ্য হয়ে বসে ভাবি
এভাবেই কি টানতে হবে আনন্দহীন
সংসারের পুরস্কারহীন ঘানি!
নক্ষত্রের আলোর ছটা ফিরে আসে ভিতরবাড়ী
নিমেষেই ‍করে দেয় চুরমার;


বিষন্নতায় ডুবে যাই অজান্তে
ফিরে যাই নক্ষত্রমালায়।


পৃথিবী থেকে দূরে, কোলাহলহীন
অপ্রত্যাবর্তনীয় দুরত্ত্বে
নৈঃশব্দে ভরা কথকতায়, মেতে উঠি
নক্ষত্রের সাথে।।


এস, এম, আরশাদ ইমাম// ০৮ জুলাই; বুধবার; ২৪ আষাঢ় ১৪২২//ঢাকার জীবন


[মূল লেখাঃ ০২-০৫-২০০৮, শুক্রবার, ১ম প্রহর, ঢাকা]