১.
একদিন স্বপ্ন ছিলো আমার।
স্বপ্ন খেলতো আমার মস্তিস্কের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে
স্বপ্নের ভিতরে ছিলো নদীর ঢেউ, ছলাৎছল
অথবা প্রগাঢ় রৌদ্রের ভিতরে ভাপ ওঠা তাপ
পোড় খাওয়া মাটি, সরু চিরল পাতার বাবলা গাছ
স্বপ্ন ছাপিয়ে উঠত মাঠের পর মাঠ
        সুনিবিড় আখের ক্ষেত
        ঘণসবুজ পাতার ক্ষুদে পানা ভরা ডোবা
        আদিগন্ত প্রলম্বিত শস্যল প্রান্তর।
আমার স্বপ্ন খেলতো সারাবেলা, ছটোছুটি
পাতার গায়ে বাতাসের ঢেউ হয়ে
             শৈশব-কৈশোর আর তন্বী বেলা
             ঘোর লাগা স্বপ্নচুরতা।
একদিন আমার দৌড়-ঝাঁপ লুকোচুরি খেলার
                  ক্লান্ত স্বপ্ন কাছে এসে
ঝুপ করে লাফ দিত জলে, যোগ দিত ডুব-সাঁতার খেলায়
একদিন স্বপ্নের ডোবা জলে ঝুঁকে পড়া ডালে বসে
পা দুলিয়ে দোল খেত কচি সবুজ কোমল মন
স্বপ্নে আঁকিবুকি চোখের পাতায়
বুনত নতুন শোভা, টানত নতুন স্বপ্নরেখা।


এস, এম, আরশাদ ইমাম//১৪ জুলাই ২০১৫; মঙ্গলবার; ৩০ আষাঢ় ১৪২২//ঢাকার জীবন


[কবি ঋতম চক্রবর্তীর সঙ্গে একবার কথা হয়েছিল, বনলতা সেন, অথবা নাটোরের বনলতা সেন নিয়ে। এই কবিতাটি সে কথার সঙ্গে সঙ্গতি সাধনের ফলশ্রুতি।
এটি প্রতি ২য় দিবসে ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া। ধৈর্য্য কামনা করছি। চাইছি আপনাদের অনুপ্রেরণা---- ধন্যবাদ/লেখক]