সময় সংহরণ


সময়ের বাঁধ ভেঙ্গে যায়
সময়ের তোড়ে
সময়ের পাতা
উড়ে যায় অসময়ের ঘরে।


তবু মানুষ, তুমি, বেঁধেছ ঘর
সময়ের সাথে
আমি সাথে
আছি কী নেই
কিছুই যায় আসেনা তাতে।


সময়ের ঢেউ
ভুলে যায় কেউ
কেউ আবার
ভুলতে চায়না, পারে না তাকে।


অসময়ের ঢেউয়ের সাথে
দ্বন্দ্বমুখর সময় পার না করে
শক্ত করে ধরো নিজের হাল,
অসময়ের প্রস্তুতি
রাখো সব সময়
কোন অসময়ই নয়
সময়ের চেয়ে দীর্ঘ কাল।


সময়ের কাছে বন্দী আমিও, তাই
তোমাকে বলবার
সময়ের কথাগুলো
আর বলা হয় নাই।


<><><><><><><><><><><><><>
                    
                   প্রেমের কথা


চোখের নীচে লালচে দাগ
নতুন দেখছি, আজ,
‘‘শোনো, কী হয়েছে তোমার?’’
‘‘এই সামান্য এ্যাক্সিডেন্ট,…আর’’
অসমাপ্ত কথার পর হিমযুগের নৈঃশব্দ।


‘‘আর…আর কী বলো!’’
‘‘আর?!....নাহ্….কিছু না।’’
বরফের চাঁই ক্রমশঃ আরো ভারী হয়ে ওঠে।
আর কোন শব্দ আসে না ওপাশ থেকে।
এখন তাকে কী বলবো!


‘‘হৃদয়ে হৃদয় ঘষে, প্রজ্জ্বলিত আগুনে
জমে ওঠা কাজল আজকেই মুছে গেল বলে!’’
বলা হয় না তাকে।
এটা কী সৃষ্টির গান? নাকি পতনের সুরধ্বনি!
বরফযুগের অায়নোস্ফেয়ারও গাঢ় বরফের
মেঘের আড়ালে স্থির হয়ে থাকে।


এস, এম, আরশাদ ইমাম//২৮ জুলাই ২০১৫; মঙ্গলবার; ১৩ শ্রাবণ ১৪২২ //ঢাকার জীবন