শৃঙ্খলের বাঁধন ছিন্ন করবে?
সাইপ্রাসের পাহাড় চূড়ায় উঠবার প্রয়োজন নেই
নিজের ভিতরে ডুব দাও,
তুলে আনো আত্মোপলব্ধির রাশ রাশ সোনা।


নিজের সাথে দ্বন্দ্বমুখর সময় পার না করে
বৈঠকে বসো, নিবিড় সমঝোতা বুনো, নিজের সাথে
কোন শৃঙ্খলই শৃঙ্খল নয়, যদি আত্মস্থ করতে পারো।


প্রমিথিউসের দেহকে বেঁধেছিল জিউস অলিম্পাস চূড়ায়
বেঁধে রাখতে পারেনি তার চিরবর্তমানতাকে,
জিউসকে চিনেছে মানুষ মানবশত্রু হিসেবে
অথচ প্রমিথিউসকে চিনেছে- কিভাবে?
মানব মুক্তির প্রথম দিশারী রূপে।


নিজেকে নিজেই শৃঙ্খলিত করে মানুষ
এ শৃঙ্খলই সবচেয়ে কঠিন শৃঙ্খল
বাইরের কেউ বেঁধে রাখলে সে বাঁধন ছেঁড়া যায়, ছিঁড়ে যায়
নিজের ভিতরের যে বন্ধন-শৃঙ্খল, তাকে ছেঁড়া যায়না,
প্যান্ডোরা পারেনি, কেউ পারে না
নিজের হাতে বন্দী আত্মা সহসা মুক্তি পায় না।


নিজের কাছে বন্দী আমি, ভাষাহীন, নিবিড় জড়তা
তোমাকে বলবার অনেক কথা ছিল
‘ভাষা নাই, তাই লিখি নাই’-শৃঙ্খল মুক্তির বার্তা।


এস, এম, আরশাদ ইমাম//২৯ জুলাই ২০১৫; বুধবার; ১৪ শ্রাবণ ১৪২২ //ঢাকার জীবন