তোমার এক কথাতেই শান্ত দুপুর
          পুড়ে পুড়ে খাক,
          এক কথাতেই তোমার চোখে
          আমার সর্বনাশ।


          এক কথাতেই হৃদপিন্ড মোচড় দিয়ে ওঠে,
আবার   এক কথাতেই অভিমানের অশ্বারোহী ছোটে।


          এক কথাতেই স্বপ্ন আমার
          মন মযূরীর নাচে,
          এক কথাতেই বনস্পতি
          পুষ্প ছড়ায়, হাসে।


          এক কথাতেই অশ্রু নদী মরুর নাগাল পায়,
আবার   এক কথাতেই অবোধ মনের বাঁধন ছুটে যায়।


          একটি কথাই গড়তে পারে
          নতুন করে সব,
          এই কথাটিই হতে পারে
          ভালোবাসার শব।


মূল লেখাঃ  ০৪-১১-২০০০, শনিবার, বিপিএটিসি, সাভার, ঢাকা, ডর্ম-৩,
              কক্ষ-৪১০। (ঈষৎ সংশোধন/পরিমার্জনা সহ)


এস, এম, আরশাদ ইমাম// ৩০-০৭-২০১৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪২২//ঢাকার জীবন।