জোছনা আলোকিত করিডোরে
শুধু ছায়ারা নিঃশব্দে চলাফেরা করে
দখিনের খোলা বারান্দায়
কার যেন সাদা শিফনের ওড়না
তরুণ বাতাসে একঘেয়ে ওড়ে
        ছায়া আসে ছায়া যায়
কোন ছায়া যেন আলগোছে অবনত হয়
মাটিয়ে থেকে কিছু তুলে নেয়-দ্যাখে
বিড় বিড় করে ঠোঁট নাড়ে, অনুচ্চারিত
তারপর-ফেলে দেয়।
ইতস্ততঃ এদিক ওদিক তাকায়।


মিনজুরির পাতায় বাতাসের হিল্লোল, ক্লান্ত সুর
ছায়া মৃদু মন্থর পায়ে
অন্ধকারের দিকে এগোয়, হারিয়ে যায়।
        সবই ছায়ার সঞ্চালন,
কেউ নেই সেখানে,
সাড়াশব্দও নেই।
শুধু অশরীরী কারো আনাগোনা।


অনাকাঙ্খিত কালো মেঘ জোছনা ঢাকে
নিকষ আঁধারে ডুবে যায় মিনজুরি, সাদা ওড়না
শুধু থেমে থাকে নিশ্চল অন্ধকার
এভাবেই একদিন রচিত হয়
নিরাবয়বের উপাখ্যান।


এস, এম, আরশাদ ইমাম//ঢাকার জীবন।
প্রকাশকালঃ ০৬ আগস্ট ২০১৫; বৃহস্পতিবার; ২২ শ্রাবণ ১৪২২।
(স্মরণ-বিশ্বকবি-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ, মহাশ্রদ্ধা)