আমাকে তুমি নিঃশেষ করে কিভাবে নতুন ভোরের স্বপ্ন দেখো
সত্যিই যদি ভোর পেতে চাও, মৃত্যু-খেলার কপাট বন্ধ রাখো
আমার মৃতদেহ তোমার পথের উপর কোন গোলাপ ছড়াবে না
আমার কান্না তোমার দু’কানে নতুন কোন বীজমন্ত্র শোনাবে না
তবুও তোমার এই বাণ ছোঁড়া নিজের জন্য মৃত্যুর আহ্বান
তবুও তোমার এই উল্লাস আমার জন্য দুর্গতি নাশা গান।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২০ আগষ্ট ২০১৫; বৃহস্পতিবার; ৫ ভাদ্র ১৪২২; ঢাকা।