দেরে বাবা ছাইড়া দে
মুখের ভিতর পুইরা দে
আর কতকাল চাইয়া রমু
এবার এট্টু খাইতে দে।


আমার সবাই চ্যাংড়া পোলা
মাথার মধ্যে ঘিল্লু নাই
হাঁ করে রই আকাশ মুখে
যদ্দি কিছু খাদ্য পাই।


আশায় থাকি বছর ভরা
পকেটে ভাই বড্ড খরা
মুখের উপর রসের খানা
সেই কতদিন রাখছ ধরা।


এবার ইট্টু ছাইড়া দে না
জানে পানি ঢাইলা দে
আর কতকাল লোভ দেখাবি
লোভের থাইকা ক্ষান্তি দে।


ফুড কমিশন বলছে হেসে
আজ হতে দুই বছর শেষে
খানা আকার দ্বিগুণ হবে
গৃহকত্তা যাবেন টেঁসে।


মন্ত্রী মশায় জিহ্বা নাড়ান
দফায় দফায় সময় বাড়ান
হচ্ছে হবে দিচ্ছি দিলাম
বাজার দরের পুচ্ছ নাড়ান।


খানার সাথে কম্প্রোমাইজ
চলছে কাচি শাঁখের সাইজ
সঞ্চয় যা কইরা ছিলাম
আজকে সেটা ভ্যাপোরাইজ।


অংক করে অর্থনীতিবিদ
গণিত বিদে নিদ্রা যায়
অঙ্ক করে একাউনটেন্ট
অঙ্ক করেই অক্কা পায়।


কার অঙ্কে কে মরছে
ইয়াসমিন না আজিবর
বাংলাদেশের জনগণ, না
লুইলা মুসা, তৌহিদুর?


আমরা এসব জানি না ভাই
পেটে কোন বিদ্যা নাই
ক্ষুধায় যখন চোঁ চোঁ করে
খাইতে দেনা, খানা চাই।


অনেক কথা বলছি রে ভাই
এবার আমায় খাইতে দে
সিলেকশন গ্রেড টাইম স্কেল
যা আছে তাই রাইখ্যা দে।


পে-স্কেল আর চাইনা বুনু
বেতন বৃদ্ধি হর বছর
যুক্ত করো, বন্ধ করো
সাইফুরী ভূতের আছর।


খানা ছাড়ো বন্ধু ভায়া
আর কোরো না বাহানা
সময় গেলে বেতন দিয়েও
সালাম কিন্তু পাবানা।।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২৪ আগষ্ট ২০১৫//সোমবার//০৯ ভাদ্র ১৪২২//ঢাকা