যে রক্তের লোহিত কণা সূর্য থেকেও লাল,
যে রক্তে ফোটে গোলাপ হাজার বছর কাল,
যে রক্তে হাজার পাখি মুখর হয়ে ওঠে
সেই রক্ত আজ বাঙ্গালীর নতুন জন্ম ঘটে।


আজকে থেকে এই রক্ত প্যারাসাইট রোধে
দিব্যজ্ঞানে ছড়িয়ে যাবে জিঘাংসাহীন ক্রোধে,
শুদ্ধতম নিটোল রক্তে পুনর্জন্ম জাতি
সে প্রত্যাশা সারা সময় প্রদোষ কি প্রভাতি।


তার জন্ম নদীর জলে উথাল হাওয়ার মতো,
তার জীবনের গল্পগুলো বাংলায় শাশ্বত,
তার জীবনের প্রতিটি শব্দ বাংলার নিঃশ্বাস,
শেখ মুজিবুর রহমান, তিনি বাঙালীর বিশ্বাস।


অনিচ্ছুক এক জাতিকে দেন স্বাধীনতার ভোর
আমরা কী আজ বাঁধতে পারি কঠিন শপথ ডোর?
পথভ্রষ্ট বাঙালী কি আবার শুদ্ধ হবে?
সূর্য ভোরে সূর্যস্নানে শুদ্ধ হবে কবে!!


এস, এম, আরশাদ ইমাম//প্রণতি
২৯ আগষ্ট ২০১৫, শনিবার, ১৪ ভাদ্র ১৪২২, ঢাকা।