চলে যাবার কথা বলতে নেই
নীরবে যেতে হয়-দূরে
তোমার পদধ্বনি কেউ যেন না শোনে,
গন্ধ-শোঁকা কুকুরও যেনো
আসতে না পারে প্রতিটি পদক্ষেপ গুণে
এমন নীরবে-নিভৃতে।


চলে গেছ তাই, হঠাৎ লোড-শেডিং এর মতো,
লোড শেডিং এর পিছনেও তো থাকে
কোন রোমশ হাত, তোমার পেছনেও ছিলো, পাপরাজ্জি
তারা থাকে, তাদের রুখবার, অবরোধের কেউ নেই,
কখনো থাকে না,
আসলে সত্যিকার অন্ধকারে পশুকে চেনা যায়
মানুষকে যায়না।


ভালবাসাকে মানেনি সামন্ত সমাজ
মানে না আধুনিক কাল
ভালবাসা পলাতক তাই চিরকাল।
মানুষকে মেরে ফেলা যায়,
কিন্তু তার অমরত্বকে ধ্বংস করা যায় না,
মানুষের মাঝে যে সমাহিত, মানুষের বুকে
এমন কাঠুরে কি আছে
খন্ডিত করবে, উপড়ে নেবে মূল শুদ্ধ সেই গাছ!


নীরবে যাওয়াই ভাল, নীরবতাই অনন্তের মত সত্য,
সত্যের সাথে মিথ্যাকে মেশানো যায় না।
                                     ডায়ানা।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০১ সেপ্টেম্বর ২০১৫; মঙ্গলবার; ১৭ ভাদ্র ১৪২২; ঢাকা।