প্রেমিক চাই


খবর আছে নতুন খবর, অন্তরালেই রেখে
শাহরিয়ার মুছে গেছে, সিলেট শহর থেকে।
যেমন করে মুছেছিল হুমায়ূন আযাদ লেখা
পেন-এর ডাকে জার্মানিতে হোটেল কক্ষে একা
তেমন করে মরেছে সে কোন কারণ ছাড়াই
কেউ জানেনি কিভাবে সে পৃথিবীরকে হারায়।


প্রতিদিনই জাগরণের, সৈন্য মরছে ঘরে
তবুও কি আজ জাগবে না কেউ, অস্ত্র হাতে ধরে!
একাত্তরে তোমার পিতা, কত্তো লড়াই করে
স্বদেশটাকে স্বাধীন করে, ন’মাস পরে ঘরে
ফিরেছিল একটি স্বপ্ন আর পতাকা হাতে
পুত্র তুমি সে স্বপ্নকেই, শশ্মানে পাঠাবে?
একাত্তরের আলবদরের, আন্ডা-পোনা ছানা
রাম-দা হাতে ঘরে ঘরে, দিচ্ছে আবার হানা।
আবার দিচ্ছে হুমকী-ধামকী, ভয়-ভীতি ছড়াতে
বলছে নেবে কল্লা তোমার, যে কোন দিন-রাতে!
সাবধান হও, চলার অাগে তাকাও ডাইনে-বামে
প্রশিক্ষণ নাও অস্ত্র ধরার স্বাধীনতার নামে।
স্বদেশ নাকি ডুবছে তাদের, সমর্থকের ভারে
সশস্ত্র বাহিনীতেও, ঢুকছে ব্যাপক হারে।
এসব দেখেও মনে যদি, কেবলই প্রেম জাগে
ব্যক্তি প্রেমের শোকে দিনের আলোও নিভু লাগে!
দুর্ভাগ্য সোনার দেশের- যোগ্য প্রেমিক চাই
সেই দুঃখে বুকের ভিতর শোকের সীমা নাই।


বাজার দর


বাজার দরে আগুন ঝরে, মন্ত্রী হিমের ঘরে
চোখের নিচে আই-ব্যাগ জমে, অবাক বৃত্তে ঘোরে।
বাজারের দর মনিটরিং, যাদের প্রধান কাজ
সেই সকল ম্যাজিষ্ট্রেটে ঘুমায় লম্বা রাত।
আবার যখন শীতল কক্ষে বসে মূল্য বাঁধে,
ব্যবসায়ী পায় ত্যাগ-আনন্দ, ক্রেতা বসে কাঁদে।


পিঁয়াজ নাকি ঝাঁঝের রাজা, আদায় বলে গাধা,
মরিচ বলে মরিস না ক্যান, কালো এলাচ সাদা।
পটল বলে অটল আমি, পঞ্চাশে বেশ লাগে
ঢেরস বলে সত্তুর ছুঁয়ে কেমন নেশা লাগে
এমন আরাম এই জনমে পাব ভাবি নাই
পেপেও বলে আমায় দেখে সমীহ করা চাই।
ঝিঙ্গে বলে ফিঙ্গে পাখি, আমিও উড়তে পারি
শাকের আঁটি বড়োই খাঁটি, চলন বলিহারি।
বাজার জুড়ে সবজি অনেক, ঢুকতে লাগে ভয়
হরেক সুরে ভঙ্গী করে, সবজি কথা কয়।
কাস্টমারকে ভেচকি মারে, মরিচ, লাউ বা শসা
মুরগী বলে এদিকে শোন, আমার প্রেমের ভাষা;
এখনো তুই চাসনি আমার মাংস হাড্ডি পা,
সবজি-গরু এসব রেখে, মুরগী কিনে খা।
বিপদ দিনের বন্ধু আমি, বুঝবি কবে হাঁদা,
আমি ছিলাম আমিই আছি, আমিই প্রিয়া রাধা।
ফলমূল আর পেয়ারা কলা, মৌসুমী অর্জন
ফর্মালিনের চাপে পড়ে, করেছো বর্জন।
আমার সঙ্গে প্রেম করলে, পেটে পড়বে দল
নকল স্বপ্ন-চিন্তা রেখে, আমার কথাই বল.....রে কবি
                           আমার কথাই বল।।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৬ সেপ্টেম্বর ২০১৫; রবিবার; ২২ ভাদ্র ১৪২২; ঢাকা।