আমি আয়লান, গালিবের ভাই, অাব্দুল্লাহ তুর্কীর সন্তান
আজ অতীব সম্মানিত, জীবনের চেয়ে যখন মৃত্যু মহান।
আমাকে সলিল গ্রহণ করেনি, ভূমি-হীন শিশু বলে,
গৃহহীন, দেশ-ত্যাগী, ভূখন্ডহীন, স্বাধীন মানুষ বলে;
আমাকে কোলে তুলে নেয়নি নিজ মাতা ছাড়া কেউ মৃত্তিকার কোলে
আমি মুসলিম, আমি সিরিয়ান, আমি তৈলময়, আমি আরব বলে;
আমাকে একটু মাথা গোঁজার নিরাপদ আশ্রয় দিতে তারা অপারগ
যারা আমারই মত আরব, কিন্তু আমার কৌশলগত ভূখন্ড-
বাজার মূল্যে অনেক দামী বলে তার মূল্য দিতে হলো আমাকেই।


আমি যদি সটান দাঁড়াতাম সমুদ্র প্রাচীর বা তীরবর্তী পাহাড়ের মতো
তোমাদের আরব ভূখন্ডে প্রবেশের দেবদারু দ্বার-প্রান্তে
আজ না হোক কাল হয়তো আমি হয়ে উঠতাম আরেক হিজবুল্লাহ,
তোমাদের ইজরায়েল মহা-বিস্তারের প্রবেশ দ্বারের সামনে
মৈনাক পর্বত হয়ে, অথবা নতুন কোন মরু-সরণীর গতি রোধ করে;
আমার স্থান হয়নি কারণ, আমার আগে-পিছের পুরুষেরা চায়নি
কোন ইসলামী সোলজার হতে, অথবা তাদের বিরোধী হতে,
বরং চেয়েছি শান্তি –অপার শান্তি-দ্বিধাহীন নির্ঝ্ঝনঝাট জীবন,
চেয়েছি, শুধুমাত্র মানুষ হয়ে বেঁচে থাকতে, কোন ক্রীড়নক নয়;
আমার বালুকাময় মাতৃকা, আমার বৃক্ষহীন পর্বতরাশি,
আমার রূপহীন অপরূপ দেশ-হারিয়েছে দেশ হিসেবে বেঁচে থাকার যোগ্যতা।


আমার ভূখন্ড এখন মানবহীন মানুষরূপী অথবা অমানুষের পদভারে জর্জরিত,
তাদের মধ্যে আমার এই ছোট্ট শ্যামল দেহ, স্থান করে নেবে কিভাবে!
আমি তাই তুরুপের তাস, মুসলিম ভ্রাতৃত্বের বিনাশে মানবতার নাশ;
আমি তাই মত্যুর উপরে চির অম্লান হযে দাঁড়িয়ে থাকা-সবুজ বাথান
সবুজের পাশে মুখ ব্যাদান করে হাসা আরব দেশের ভাই-ভাই বোধের
মহান শ্মশান, আমাকে একমুঠো জায়গা দিলে ভেসে যাবে আরব জাহান।


আমার মরু প্রান্তরে চেঙ্গিস নেই, তৈমুর নেই, আজ, আছে আইএস
আছে পতিত-স্খলিত ইসলামী খেলাফতের স্বপ্নে (অথবা আরোপিত স্বপ্নে)
বিভোর জনহীন মরুদ্যান; আছে মুহুর্মূহু বিস্ফোরেণের শব্দে চমকিত
কোন আরব সন্তান, পুড়ছে, ধ্বসে যাচ্ছে, বালির পৃথিবী;
রাক্কা বা পালমীরা। মরে যাচ্ছে আল্লাহ্‌’র মহান সৃষ্টজীব-মানব সন্তান,
চলেছে কাফেলা আরব থেকে য়ুরোপের পথে, বাবা বলেছিল,
পঞ্চাশ বছরের মধ্যে এমন মৃত্যু-লীলা, এমন মানব স্রোত দ্যাখেনি মানুষ,
মরেই যদি নিঃশেষ হবে কে করবে শাসন ও লালন-
এ বিশাল মনুষ্যহীন মরুর ময়দান, নাকি উড়ে এসে কেউ
দিয়ে যাবে শূন্য গোল, নিয়ে নেবে ফাঁকা উঠান! বুঝিনা।
আমার এত ছোট মগজে কী করে খেলবে বলো-সভ্যতার
উথাল-পাথাল, আদান-প্রদান; কী করে বুঝব আমি
কেন চুপ করে থাকে আমেরিকা-অথবা প্রতিদিন আরব জাহান!


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৮ সেপ্টেম্বর, ২০১৫; মঙ্গলবার; ২৪ ভাদ্র ১৪২২//ঢাকা।